• অপরাধ ও দুর্নীতি

আশুলিয়ায় মাদকসহ দুইজন আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ আগস্ট, ২০২০ ১২:২০:৪৭

ছবিঃ সিএনআই

সাভার প্রতিনিধিঃ  আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে ২জনকে আটক করেছেন পুলিশ। এ সময় আটককৃতদের দেহ তল্লাশী করে ২ হাজার একশ পুরিয়া হেরোইন ও ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আটকের বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ হারুন-অর-রশিদ। এরআগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে এই মাদক ব্যাবসায়ীদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতুরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ বেলাল হোসেন (৩১) ও অপরজন আশুলিয়ার নরসিংপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে মোঃ জামাল (৩০)। বেলাল হোসেন আশুলিয়ার ইয়ারপুর এলাকার সাইফুলের টিনসেড ভাড়া বাড়িতে থেকে স্থানীয় জামালের সাথে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করতো। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার জিরাবো এলাকায় মা হোটেলের সামনে সড়কের উপরে ভ্রাম্যমান অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২ হাজার একশ পুরিয়া হেরোইন ও ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা র্দীঘদিন ধরে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ নেশা জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে আসছে। এদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য ( ০)





  • company_logo