• অপরাধ ও দুর্নীতি

সোনাগাজীর ডাকবাংলায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ আগস্ট, ২০২০ ১৯:১১:০১

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: সোনাগাজীর ডাকবাংলায় র‌্যাবের অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারী মোঃ আরিফ (২৫}কে আটক করেছে র‌্যাব-৭। ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মোঃ জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে( ১৮ আগস্ট )  রাতে মাদক কারবারী ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য এনে সিএনজিযোগে সোনাগাজীতে দিকে নিয়া যাওয়ার সময় আভিযানিক দল ডাকবাংলা বাজারস্থ ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি থামানো মাত্রই ১ জন ব্যক্তি দুই হাতে দুইটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উক্ত স্থান হতে আসামী মোঃ আরিফ (২৫)কে আটক করে।

আটককৃত আরিফ নারায়নগঞ্জর উত্তর চাষাড়া এলাকার এ/পি- রেলওয়ে কলোনীর  মৃত মোঃ রুবেলের ছেলে। আটককৃত আরিফের দখলে থাকা দুইটি প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে সোনাগাজী থানাসহ ফেনী জেলার বিভিন্ন মাদক কারবারী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo