• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১১ আগস্ট, ২০২০ ১৮:০১:০১

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ছয় বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ডিঙ্গোলিয়া গ্রামের আবুল গাজী’র ছেলে মোঃ জলিল গাজী (৩৮)। তবে সে বর্তমানে টঙ্গীর আরিচপুরে বসবাস করে।টাঙ্গাইল পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড ফায়ার সার্ভিসের সামনে থেকে ১০আগস্ট সন্ধ্যায় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড ফায়ার সার্ভিসের সামনে থেকে ছয় বোতল বিদেশী মদসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকটি বোতলই স্কটল্যান্ডের  তৈরী, যা আমদানী নিষিদ্ধ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo