• শিক্ষা
  • লিড নিউজ

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রাণ হারালেন করোনায়

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ১৮ জুলাই, ২০২০ ১২:১২:০৮

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ করোনায় মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সজল চক্রবর্তী (৬৯)। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫। মৃত সজল চক্রবর্তী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ শহরের জুবলী ঘাট এলাকার বিশ্বেশ্বরী দেবী সড়কের বাসিন্দা।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, গত সোমবার (১৩ জুলাই) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। পরে আজ বেলা ২টার দিকে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হলে তার মৃত্যু হয়।

এ দিকে শুক্রবার (১৭ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮৮ জন, সুস্থ্য হয়েছেন ১৭৯১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

মন্তব্য ( ০)





  • company_logo