• শিক্ষা

আগামীকাল থেকে রাবিতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস : উপাচার্য

  • শিক্ষা
  • ০৮ জুলাই, ২০২০ ১৬:৪০:১৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সংক্রমণের ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সংকটপূর্ণ এই সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে চলছে অনলাইনে পাঠদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনলাইনে ক্লাস শুরু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

গত সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় চার মাস যাবত স্বাভাবিক শিক্ষাকার্যক্রম থেকে বঞ্চিত। শিক্ষার্থীদের এ অসুবিধা দূর করার জন্য আগামী ৯ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করতে চাই। সকলের সহযোগিতায় আশা করি সেটি সম্ভব হবে।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে ইউজিসি ও সরকারের পক্ষ থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করার কথা বলা হয়েছে। বিষয়টি আমরাও গুরুত্ব সহকারে নিয়েছি। অভ্যন্তরীণ আলোচনা ও প্রক্রিয়া এবং সমন্বয়ের দায়িত্ব বণ্টন প্রক্রিয়া চলছে।’

উপাচার্য বলেন, ‘বিষয়টা হঠাৎ যে আলোচনা হচ্ছে বা আমরা হুট করেই চালু করতে যাচ্ছি তা নয়। আলোচনা বা কীভাবে শুরু করা যায় তা নিয়ে কথাবার্তা আগে থেকেই চলছিল। আশা করি-সকল শিক্ষার্থীদের জন্য সহজ এবং সাবলীল হয় এমন প্রক্রিয়ায় ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো আমরা। সেটা ৯ তারিখ থেকে যাত্রা করবে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সকলেই এর আওতায় আসবে।’

এ দিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘বিষয়টি নিয়ে বেশ আগে থেকে উপাচার্য মহোদয় উচ্চপর্যায়ে সভা করেছেন। আগামীকাল ও পরশু ডিন, বিভাগীয় সভাপতিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন। কীভাবে অনলাইনে ক্লাস বা লেকচার দিলে শিক্ষার্থীরা উপকৃত হবেন, সেটা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে।’

সরাসরি অনলাইন ক্লাসে কেউ যুক্ত হতে সমস্যা হলে সেক্ষেত্রে শিক্ষকদের লেকচারগুলো ভিডিও বা অডিও আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক প্রভাষ কর্মকার বলেন, ‘তবে কোনকিছুই এখনও নিশ্চিত নয়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিন ও বিভাগীয় প্রধানরা এ বিষয়ে বসে শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হয়, এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

তবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান প্রশাসনের এই কর্মকর্তা।

মন্তব্য ( ০)





  • company_logo