• সমগ্র বাংলা

হাতীবান্ধায় অধিক মূল্যে নিত্যপন্য বিক্রি করায় জরিমানা

  • সমগ্র বাংলা
  • ০৭ এপ্রিল, ২০২০ ১১:২৪:৪১

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধকল্পে সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ ও অন্যান্য সরকারি আদেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন (৩০)ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৬হাজার ৮শতটাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ  আদালত। এ সময় করোনা ভাইরাস রোধে সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ও সহকারী কমিশনার(ভূমি)শামীমা সুলতানা। জানাগেছে,করোনা ভাইরাসকে পুঁজিকরে গুজব ছড়িয়ে রবিবার  ও সোমবার ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান চালানো হয়।এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সামিউল আমিন বলেন,সামাজিক দুরুত্ব ও করোনা ভাইরাসকে পুঁজি করে যারা ব্যবসা করবে তাদের বিরুদ্ধে এ অভিযান সবসময় চলবে।

মন্তব্য ( ০)





  • company_logo