• আন্তর্জাতিক

করোনাভাইরাস: সারা বিশ্ব কাঁদছে মা-মেয়ের আবেগঘন মুহূর্তের ভিডিও দেখে

  • আন্তর্জাতিক
  • ০৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:০৮:৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ব্যস্ত থাকার কারণে বাড়িতে ছোট্ট মেয়ের দেখভালের সময় পাচ্ছেন না এক চীনা নার্স। কিন্তু ছোট্ট মেয়েটি বোঝে না করোনার ভয়াবহতা। মাকে একনজর দেখতে পাগলপ্রায় সে। তাই দূর থেকে হাসপাতালে মাকে দেখে আসা ছাড়া কোনো উপায় নেই তার। আর সংক্রমণের আশঙ্কায় সন্তানকে ছুঁতেও পারছেন মা। ফলে দূর থেকে মেয়েকে আলিঙ্গন করছেন মা। মা-মেয়ের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি নেটিজেনরা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অবুঝ সন্তান তার মাকে প্রশ্ন করছে– কবে আবার সব আগের মতো হবে? মা জবাবে জানান, তোমার মা দৈত্যদের সঙ্গে লড়াই করছে। তারা মারা গেলেই আবারও মা ফিরে আসবে। যুদ্ধ জয় করেই তোমার কাছে ফিরে যাব। এ কথা বলার পরই অঝোরে কাঁদছেন মা-মেয়ে। দূর থেকে আলিঙ্গনের ভঙ্গিমায় হাত বাড়ান মা। মেয়েও তাকে দেখে তাই করে। এর পর পুডিং রেখে হাসপাতাল থেকে বেরিয়ে যায় মেয়ে। চোখের পানি মুছতে মুছতে খাবারের কৌটা হাতে তুলে হাসপাতালের ভেতরে ঢুকে যান মা। দূর থেকে আলিঙ্গনের মুহূর্ত মন কেড়েছে নেটিজেনদের। তাদের একটিই প্রার্থনা– যত তাড়াতাড়ি সম্ভব করোনাভাইরাস দমন হোক। দূরত্ব ঘুচুক মা-মেয়ের। গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারণা করে আসছেন যে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেইপ্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে। প্রাণঘাতী করোনভাইরাসে এখন পর্যন্ত ৮১৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি।
https://www.youtube.com/watch?time_continue=1&v=Qqi7Rqv2ep4&feature=emb_title

মন্তব্য ( ০)





  • company_logo