• শিক্ষা

সাভারে অনুষ্ঠিত হলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

  • শিক্ষা
  • ২৬ জানুয়ারী, ২০২০ ০৯:০৪:১১

সিরাজুল ইসলাম (রাজ): জানার ইচ্ছা মানেই জিজ্ঞাসা। মানুষ অজানাকে জানার কৌতুহল নিয়ে জন্ম নেয়। আর সেই কৌতুহল থেকেই সে প্রশ্ন করতে শেখে, উত্তর খোঁজে প্রকৃতির কাছে। সেসব চমকপ্রদ প্রশ্নের উত্তর খোঁজার চিন্তা থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে জিকে নেটওয়ার্ক আয়োজন করেছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার। তারই ধারাবাহিকতায় জিকে নেটওয়ার্ক ২৫শে জানুয়ারি সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার। প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রায় তিনশো শিক্ষার্থী অংশগ্রহণে প্রতিযোগিতায় সাম্প্রতিক বিষয়াবলীর উপর আয়োজন করা হয় ত্রিশ মিনিটের পরীক্ষা। বিচারকরা প্রতিযোগিদের থেকে সেরা পাঁচজনকে নির্বাচন করেন। প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির শিক্ষার্থী নূপুর, দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মনিষা, তৃতীয় স্থান অর্জন করে নাফিসা। এছাড়া সেরা দশজন কে দেওয়া হয় সার্টিফিকেট। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উক্ত স্কুলের প্রধাণ শিক্ষক এস এম রফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য। বাচ্চাদের মধ্যে ছোট বেলা থেকেই সাধারণ জ্ঞানের চর্চা হবে যা ভবিষ্যতে তাদের অনেক উপকৃত করবে বলে আমি মনে করি। এজন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের গান-কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলো ছবিঘর। সিএনআই/এসআই

মন্তব্য ( ০)





  • company_logo