• জাতীয়

জাতীয় সংসদের শূন্য পাঁচটি আসনে, আ.লীগের মনোনয়নপ্রত্যাশী যারা

  • জাতীয়
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১১:১৮:৫০

সিএনআই ডেস্ক: এক মাসেরও কম সময়ে শূন্য হয়ে পড়েছে জাতীয় সংসদের পাঁচটি আসন। এর মধ্যে ঢাকা-১০ আসন শূন্য হয়েছে ওই আসনের সদস্য (এমপি) ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায়। বাকি গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসন শূন্য হয়েছে ওই আসনগুলোর এমপিদের মৃত্যুতে। শূন্য হয়ে পড়ায় এসব আসনে উপ-নির্বাচন হবে। আর সবার আগ্রহ এখন উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কারা হচ্ছেন, তা নিয়ে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, সব কটি আসনেই ক্ষমতাসীন দলটি থেকে মনোনয়নপ্রত্যাশায় রয়েছেন একাধিক নেতা। নৌকার টিকিট নিয়ে তারা বসতে চান জাতীয় সংসদে। যদিও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড যোগ্য ও জনবান্ধব প্রত্যাশীকেই মনোনয়ন দেবে বলে জানা গেছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ এখন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কাজ করছে। তবে বরাবরের মতো স্বচ্ছ ভাবমূর্তির যোগ্য ও কর্মীবান্ধব মনোনয়নপ্রত্যাশীরাই এক্ষেত্রে এগিয়ে থাকবেন। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে লড়তে সৎ, যোগ্য, ত্যাগী, দলের আদর্শের প্রতি নিবেদিত ও জনপ্রিয় নেতাদের মাঝ থেকেই কাউকে মনোনয়ন দেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo