• রাজনীতি

মেয়র হলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করব: তাপস

  • রাজনীতি
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১৪:৪৮:৪৪

সিএনআই ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন ব্যারিস্টার তাপস। নির্বাচিত হলে পঞ্চায়েত ব্যবস্থা পদ্ধতি চালু করবো। পঞ্চায়েত ব্যবস্থা চালু করে সামাজিক আন্দোলন গতিশীল করে সমাজ থেকে মাদক প্রতিরোধ করবো। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ঢাকাবাসী উন্নত ও আধুনিক ঢাকা গড়ার পক্ষে নৌকায় রায় দেবে। আমরা পুরো ঢাকায় চষে বেড়াচ্ছি। বিপুল গণজোয়ার দেখছি। ঢাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত লক্ষ্য করছি। জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দিয়ে নবসূচনা সৃষ্টি করবে।

মন্তব্য ( ০)





  • company_logo