• সমগ্র বাংলা

শরীয়তপুরে জর্দ্দা নকল করায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১৯:৩৫:৪৭

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের সদর পৌরসভার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ডের মনোহর বাজার দক্ষিন মধ্যেপাড়ায় অবস্থিত নিউ শরীয়তপুরী জর্দ্দার কারখানা নামকঅবৈধ নকল জর্দ্দাকারখানায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৬ জানুয়ারী) দুপুর বেলা বারটার থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় নিউ শরীয়তপুরী জর্দ্দার কারখানার মালিক লিটন বেপারী কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সুজন কাজী, শরীয়তপুর কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, শরীয়তপুর সদর স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শনের সভাপতি মোঃআবুল হোসেন এবং সহকারী হিসেবে সাথে ছিল পালং থানার এ এস আই জাহাঙ্গীর সহ পুলিশের একটি দল।মোঃ সুজন কাজী বলেন, ২০০৯ এর ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় নকল নিউ শরীয়তপুরী জর্দ্দার কারখানার মালিক লিটন বেপারী কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঐ নকল জর্দ্দা কারখানার সকল পণ্য ধ্বংস করে দেওয়া হয় এবং কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo