• আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে সহিংসতা ও বিদ্বেষমূলক বার্তা রুখতে ফেসবুককে আহ্বান

  • আন্তর্জাতিক
  • ১৯ জানুয়ারী, ২০২০ ১৯:০৪:১২

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সহিংস ও বিদ্বেষমূলক বার্তা যেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে না পারে বা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গকে আহ্বান জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। মিশিগানের মুসলিম ও আইনজীবী বিরোধী বিভিন্ন পোস্টের কথা উল্লেখ করে শুক্রবার টুইটারে জাকারবার্গকে লেখা দুই পৃষ্ঠার চিঠিতে হুইটমার বলেছেন, একজন আইনজীবীর সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি মনে করি, সোশ্যাল মিডিয়ায় এর ব্যাপকতা বেশি। এখানেই বেশি ব্যবহারকারী আছেন। যা হোক ফেসবুকের উচিত তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়া। এ নির্বাচনে সেটা আরও বেশি দরকার। হুইটমার বলেন, ফেসবুকে মিশিগানের কংগ্রেসম্যানদের ধর্ষণের পর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। চিঠিটি লেখার মূল কারণ হচ্ছে, গত সপ্তাহে ডেট্রয়েট মেট্রো টাইমস বরাত দিয়ে ফেসবুকে হুইটমারকে নিয়ে একটি পেজ খোলা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে নানা ধরনের হুমকিও দেয়া হয়।এছাড়া হুমকির তালিকায় কংগ্রেসওম্যান রাশিদা তালিব ও এলিসা সল্টকিনও রয়েছেন। তালিবকে উদ্দেশ্য করে বলা হয়, তার চোখের মাঝে বুলেট মারা হবে। তবে এখন পিপল বনাম হুইটমার পেজটি আর পাওয়া যাচ্ছে না। ফেসবুকের মুখপাত্র ড্যানিয়েল রবার্টস জানান, কোম্পানিটি বিদ্বেষমূলক তথা সহিংসতা সৃষ্টি করতে পারে এমন সব বার্তা প্রতিরোধ করে। অনেক ক্ষেত্রে জানানোর আগেই তারা এ বিষয়ে পদক্ষেপ নেন বলে জানান মুখপাত্র। তিনি হুইটমারকে ধন্যবাদ জানান বিষয়টি নজরে আনার জন্য।

মন্তব্য ( ০)





  • company_logo