• আন্তর্জাতিক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্ত ৪৪০

  • আন্তর্জাতিক
  • ২২ জানুয়ারী, ২০২০ ১৩:২৩:৪০

আন্তর্জাতিক ডেস্ক: চীনে দ্রুত ছড়িয়ে পড়া ‘করোনাভাইরাস’ এ মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে উন্মুক্ত স্থানে জনসমাগম নিরুৎসাহিত করছে দেশটি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী মন্ত্রী লি বিন সাংবাদিকদের বলেন, সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা দুই হাজার ১৯৭ জন ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। চীনের উহান প্রদেশে গত ডিসেম্বরে ভাইরাসটি প্রথম দেখা দেয়। উহান প্রদেশ থেকে বেইজিং, সাংহাই ও সেনঝেন প্রদেশেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রেও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ। এই ‘করোনাভাইরাস’ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। এ ভাইরাস প্রতিরোধে জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মন্তব্য ( ০)





  • company_logo