• আন্তর্জাতিক

আরকানে সেনাদের ছোড়া মর্টারসেলের আঘাতে দুই রোহিঙ্গা নারী নিহত!

  • আন্তর্জাতিক
  • ২৫ জানুয়ারী, ২০২০ ১৯:০৫:৫৫

আন্তর্জাতিক ডেস্কঃ  মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াংডন নামক এলাকায় মর্টারসেলে দুই রোহিঙ্গা নারী নিহত ও আট জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গাদের মাধ্যমে এ খবর জানা গেছে। তাছাড়া এমন খবর আর্ন্তজার্তিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেওয়া রোহিঙ্গাদের গণহত্যা রোধে অন্তবর্তীকালীন চারটি আদেশের পর এই ধরনের ঘটনায় ভাবিয়ে তুলছে রোহিঙ্গার। বাস্তবিক অর্থে কি আরকানে শান্তি ফিরে আসবে নাকি মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে? শনিবার (১৫ জানুয়ারি) ভোরে রাখাইন রাজ্যের বুথিডং গ্রামে কিংডন এলাকায় একটি বাড়িতে মর্টারসেলের আঘাতে মারা যায় দুই রোহিঙ্গা নারী। তারা সর্ম্পকে ননদ-ভাবি। নিহত- উম্মে হাবিবা। বাকি নিহত আহতদের নাম পাওয়া যায়নি। তবে আহতরা বুথিডং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে বলে স্থানীয় রোহিঙ্গাদের সুত্রে জানা গেছে। তারা জানায়, আইসিজেতে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশের পরও এ ধরনের কৌশলে হত্যাকান্ডে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আরকানে বসবাসকারী রোহিঙ্গাদের। এর আগেও চলতি মাসের ৮ জানুয়ারি রাখাইনের উত্তর বুথিডংয়ে এই ধরনের মর্টারসেলের আঘাতে নিহত হয়েছেন চার রোহিঙ্গা শিশু। মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠী নির্মূলে নিপীড়ন অব্যাহত রেখেছে বলে জানিয়ে টেকনাফে পালিয়ে আসা নুরুল আলম জানান, মিয়ানমারে রাখাইনে এখনও সেনাবাহিনীদের তান্ডব অব্যাহত রয়েছে। শনিবার ভোরে ৪২ নম্বার কিংডন নামে এলাকায় সেনাদের ছোড়া মর্টারসেলের আঘাতে দুই রোহিঙ্গা নারী নিহত হয়েছে। আইসিজে দেওয়া আদেশের পর এ ধরনের ঘটনা খুবিই দুঃখজনক। এতে সেদেশে থেকে যাওয়া রোহিঙ্গারা আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। তাছাড়া মিয়ানমারে বিদ্রোহী আরকান আর্মি (এএ) ও সেনাবাহিনী একে অপরকে দোষলে রোহিঙ্গা নিহতের ঘটনায় দায় কেউ নিচ্ছেন না।

মন্তব্য ( ০)





  • company_logo