• আন্তর্জাতিক

এক টাকায় পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন!

  • আন্তর্জাতিক
  • ১১ জানুয়ারী, ২০২০ ১৮:২৭:১৫

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে ন্যাপকিনের দাম। এখন স্যানিটারি ন্যাপকিনের দাম আড়াই টাকা থেকে কমিয়ে এক টাকা করা হয়েছে। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বায়োডিগ্রেডেবল এই সব ন্যাপকিন চারটি প্যাকে বিক্রি হবে সুবিধা ব্র্যান্ড নামে। দেশের মোট ৫ হাজার ৫০০টি দোকানে পাওয়া যাবে সুলভ মূল্যের এই স্যানিটারি ন্যাপকিন। জানা গেছে, এখনো গ্রামীণ ভারতের বহু নারীই ঋতুস্রাবের সময়ে কাপড় ব্যবহার করেন। তার প্রাথমিক কারণ, দামি স্যানিটারি ন্যাপকিন কেনার মতো তাদের টাকা নেই। এছাড়া স্যানিটারি ন্যাপকিন নিয়ে অনেকের মনের মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে। তবে এই সময়ে কাপড় বা অন্যান্য অস্বাস্থ্যকর জিনিসের ব্যবহার নারীদের বিপদের দিকে ঠেলে দেয়। এমনকি স্কুলে আসাও বন্ধ হয়ে যায় বহু কিশোরীর। গ্রামীণ ভারতে ২৩ শতাংশ কিশোরী স্কুল ছাড়ার কারণ হিসেবে ঋতুস্রাবকে দায়ী করেছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের চতুর্থ দফায় দেখা গেছে, গ্রামীণ ভারতে আজো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন মাত্র ৪৮.২ শতাংশ নারী। সুলভ মূল্যে নারীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেয়ার লক্ষ্য রয়েছে কেন্দ্র সরকারের ১০০ দিনের এজেন্ডায়। সরকারি তথ্য অনুযাযী, গত বছর ওষুধি কেন্দ্র থেকে ২ কোটি ২০ লাখ স্যানিটারি ন্যাপকিন বিক্রি হয়েছে। কেমিকেল ও ফার্টিলাইজার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, তাদের আশা দাম কমানোর পর প্যাডের বিক্রি দ্বিগুণ হয়ে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo