• বিনোদন

দীর্ঘ ৫ বছর পর গুরুর সাথে শিষ্য আসিফ

  • বিনোদন
  • ১৪ জানুয়ারী, ২০২০ ১৫:১৬:৫০

বিনোদন ডেস্ক: গায়ক আসিফ আকবর ও সংগীত পরিচালকর মধ্যকার সম্পর্ক গুরু ও শিষ্যের। গুরু ইমনের সংগীত পরিচালনায় শিষ্য আসিফ সর্বশেষ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন পাঁচ বছর আগে। পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ সিনেমায় ‘তোর হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ’ এমন কথার গানের পর তাঁদের দুজনের একসঙ্গে আর গান করা হয়নি। তা ছাড়া এই সময়টায় প্লেব্যাকে অনিয়মিত হয়ে অডিওতে ব্যস্ত হয়ে পড়েন আসিফ। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও গুরু–শিষ্যের একসঙ্গে চলচ্চিত্রের গানে কাজ করা হয়নি। রোববার রাতে আকবর সিনেমায় গাওয়ার মধ্য দিয়ে দুজনের বিরতির ইতি হয়। ইমনের সংগীত পরিচালনায় সিনেমার টাইটেল গানটিতে কণ্ঠ দেন আসিফ। সুদীপ কুমার দীপের লেখা আকবর সিনেমার টাইটেল গানটি রক ধাঁচের বলে জানান শওকত আলী ইমন। তিনি বলেন, ‘গানটি তৈরির কাজ যখন করছিলাম, প্রথমেই মাথায় এসেছে আসিফের কণ্ঠ। শিষ্য হলেও সে আমার প্রিয় শিল্পী। একেবারে নতুন এক আসিফকে এই গানের মাধ্যমে পাওয়া যাবে।’ শওকত আলী ইমনের সুর ও সংগীতে রাজ পথের রাজা চলচ্চিত্রে আসিফ আকবরের গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম লেখা’। রণক ইকরামের চিত্রনাট্যে সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত আকবর ছবির পরিচালক সৈকত নাসির। ছবির প্রধান দুই অভিনয়শিল্পী ইমন ও ববি। পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই টাইটেল গান দিয়ে ছবিটির শুটিং শুরু হবে। আসিফ বলেন, ‘সংগীতাঙ্গনে আমার এত দূর আসার পেছনে ইমন ভাইয়ের অবদান অনেক। তিনি ভীষণ খুঁতখুঁতে স্বভাবের সংগীত পরিচালক। বরাবরের মতো এবারও ইমন ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব চমৎকার।’

মন্তব্য ( ০)





  • company_logo