• বিনোদন

জাহেদীর ‘মেঘের পরে বৃষ্টি’তে প্রিয়াংকা

  • বিনোদন
  • ১৬ জানুয়ারী, ২০২০ ১৫:১৬:০৪

সিরাজুল ইসলাম (রাজ): সংগীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাস। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম স্থান অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রিয়াংকা। এর পরের গল্প সবার জানা। সম্প্রতি প্রিয়াংকা বিশ্বাস গীতিকার জুলফিকার জাহেদীর কথায় ‘মেঘের পরে বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির সুর ও মিউজিক করেছেন আবদুল্লাহ আল জাবের। গানটি প্রসঙ্গে গীতিকার জুলফিকার জাহেদী বলেন, ‘গানটির সাথে আমার ব্যক্তিগত ঘটনা জড়িত। তাছাড়া এটি এক বছর আগের লেখা। এই একটি বছর শুধু চিন্তা করেছি কার কন্ঠে ভালো লাগবে। অবশেষে প্রিয়াংকা কে সিলেক্ট করি। যেভাবে গানটি চেয়েছি প্রিয়াংকা ঠিক সে ভাবেই গেয়েছে। গানের কথামালা গুলো কঠিন হলেও প্রিয়াংকা খুব সহজেই নিজের মধ্যে ধারণ করেছে। ‘মেঘের পরে বৃষ্টি’ একটি দুর্দান্ত গানের রেকর্ডিং পারফরম্যান্স হয়েছে। অনেক যত্ন নিয়ে গানটি লেখা। আগামী ২০ জানুয়ারি গানটির মিউজিক ভিডিও আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশ করা হবে। সেরা প্রচেষ্টা দেওয়ার জন্য প্রিয়াংকা বিশ্বাসকে ধন্যবাদ। আশা করছি প্রিয়াংকার কণ্ঠে আমার লেখা নতুন এই গানটি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’ প্রিয়াংকা বিশ্বাস বলেন, ‘আমি সবসময়ই আমার মনের মতো করেই গাওয়ার চেষ্টা করি। অনেক যত্ন নিয়ে এবং গতানুগতিক ধারা থেকে বেরিয়ে শ্রোতা দর্শকদেরকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি।’

মন্তব্য ( ০)





  • company_logo