• শিক্ষা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং জাইকা-বিসিসি’র উদ্দ্যোগে জাপানে স্কিল ইঞ্জিনিয়ার নিয়োগ বিষয়ে সেমিনার এবং ‘আইটিইই স্টুডেন্ট চ্যাপ্টার’ উদ্বোধন অনুষ্ঠিত

  • শিক্ষা
  • ০৯ জানুয়ারী, ২০২০ ২১:৪২:১৭

সিএনআই ডেস্কঃ  কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ(সিইউবি)-এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)-এর যৌথ উদ্যোগে জাপানে স্কিল ইঞ্জিনিয়ার নিয়োগ এবং ‘ইম্পর্টেন্স এন্ড ইম্প্যাক্ট অফ আইটিইই’ বিষয়ে সেমিনার ০৮ জানুয়ারী, ২০২০ সিইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেখানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম, পিইনজ। জাইকা বিশেষজ্ঞ জনাব আকিহিরো সুজি গেস্ট অব অনার এবং বিসিসির প্রকল্প পরিচালক জনাব মোঃ গোলাম সরোয়ার কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন। সিইউবির সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. মো: শাহরুখ আদনান খান অনুষ্ঠানটি মডারেটরের দ্বায়িত্ব পালন করেন। বোর্ড অব ট্রাস্টিজের এ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার (ডেজিগনেট) শেখ মোজাফফর হোসেন, বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান, শিপিং এন্ড মেরিটাইম সায়েন্স বিভাগের প্রধান ক্যাপ্টেন কাজী আলী ইমাম, সিএসই ডিপার্টমেন্ট প্রধান শাহ রেজা ফাহাদ হোসেন এবং অন্যান্যরা সেমিনারে উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ(সিইউবি)-এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জাইকা-বিসিসি জাপানের ক্রমবর্ধমান বাজারকে লক্ষ্য করে বাংলাদেশে স্কিল ইঞ্জিনিয়ার তৈরিতে কাজ করতে সম্মত হয়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘আইটিইই স্টুডেন্ট চ্যাপ্টার’ উদ্বোধনের মধ্যে দিয়ে সেমিনারটি সমাপ্ত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo