• সমগ্র বাংলা

নরসিংদীতে ৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ চোর

  • সমগ্র বাংলা
  • ০৯ জানুয়ারী, ২০২০ ১৬:২০:৪০

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মূল্যের চোরাই ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান এ তথ্য জানান। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকায় দীলীপ সাহার বাড়ির ভাড়াটিয়া স্বর্ণকার প্রনব রায়ের বাসায় চুরি হয়। ওই সময় চোরচক্র জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দন করেন। এ ঘটনায় ওইদিন রাতেই ক্ষতিগ্রস্ত গৃহকর্তা প্রনব রায় বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরই জের ধরে ওসি সৈয়দুজ্জামান, ওসি (তদন্ত) আতাউর রহমান ও ওসি (অপারেশন) তোফাজ্জল হোসেন ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বানিয়ারসল এলাকা থেকে মামুন নামে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে আলামিন ও সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১ জোড়া বালা, একটি গলার নেকলেস, ১টি টিকলি ও দুই জোড়া কানেরসহ ব্যাবহৃত দুইটি মোবাইল উদ্ধার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই। চুরি মামলা রজুর ২৪ ঘণ্টার মধ্যে তিন চোরসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার স্যারের নির্দেশে জেলাব্যাপী শুদ্ধি অভিযান চলছে। ইতিমধ্যেই সকল ধরনের অপরাধ সহনিয় পর্যায়ে চলে আসছে।

মন্তব্য ( ০)





  • company_logo