• শিক্ষা

চারদফা ধর্ষণ, নিজেকে বাঁচাতে অনেক ধস্তাধস্তি করেছিলেন ঢাবি ছাত্রী

  • শিক্ষা
  • ০৭ জানুয়ারী, ২০২০ ০৯:২০:০৫

সিএনআই ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ধর্ষকের হাত থেকে নিজেকে বাঁচাতে অনেক ধস্তাধস্তি করেছিলেন ওই শিক্ষার্থী। নিজেকে বাঁচানের সেই চিত্র ঘটনাস্থলে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যবহৃত সামগ্রী। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঘটনার স্থান থেকে ১৫ ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডি। যার মধ্যে বেশিরভাগই জিনিসপত্র শিক্ষার্থীর ব্যবহৃত। আলামত সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ চক্রবর্তী বলেন, এই সড়কে গাড়ি চলাচল করে বেশি। মানুষের যাতায়াত খুব কম। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। আমাদের কাছে একজনের কথা বলেছেন ভিকটিম। তিনি জানান, সিআইডি ক্রাইম সিন ভিকটিমের বই, পরিধেয় কাপড় ও কিছু কাগজপত্র সংগ্রহ করেছে। জানা গেছে, শিক্ষার্থীর ব্যবহৃত হাতঘড়ি, চাবির রিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র, জুতা, ফাইল সেখানে পড়ে আছে। এছাড়া তার ব্যবহৃত ইনহেলার ও ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। ঘটনাস্থলে কালো একটি জিন্স প্যান্ট পড়েছিল। এছাড়া ছয়টি ফেন্সিডিলের বোতল সেখানে পড়েছিল যেগুলো সাস্প্রতিক ও পুরানো বলে মনে করছেন আলামত সংগ্রহকারী পুলিশ কর্মকর্তারা। সিআইডির এক কর্মকর্তা বলেন, ভিকটিমের শরীরে জখম রয়েছে। নিজেকে রক্ষা করতে তিনি চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এদিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে ঘটনার বিবরণ দিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। সেই বিবরণীতে ভিকটিমের সারা শরীরে আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি জানিয়েছেন, ভিকটিমের গলায় আঘাতের চিহ্ন ছিল। ঝোপঝাড়ের মধ্যে গাছের ডালের খোঁচার বেশকিছু আঘাত শরীরে দেখা গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo