• আন্তর্জাতিক

ছেলের জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন ধর্ষকের মা!

  • আন্তর্জাতিক
  • ০৭ জানুয়ারী, ২০২০ ২১:১৮:৫৯

আন্তর্জাতিক ডেস্কঃ  দীর্ঘ সাত বছর বিচার শেষে শাস্তি পেতে যাচ্ছে নির্ভয়ার অপরাধীরা। আজ মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জানিয়ে দিয়েছে, নির্ভয়াকাণ্ডে দোষী চারজনকে ফাঁসি দেওয়া হবে ২২ জানুয়ারি সকাল ৭টায়।  এ নিয়ে মৃত্যু পরোয়ানাও জারি করে দিয়েছে আদালত। পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ডের রায় শুনে শান্তি পেল নির্ভয়ার পরিবারসহ ভারতের সাধারণ মানুষ।  সেই রায়ের পর ভেঙে পড়েছে চার অপরাধীর বাড়ির লোকজন। এর মধ্যে একজনের মা কাঁদতে কাঁদতে নির্ভয়ার মায়ের পায়ের কাছে বসে পড়েন। আবেদন জানান, তার ছেলেকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলেন, আমার ছেলেকে ক্ষমা করে দিন। আমি ওর জীবন ভিক্ষা চাইছি। উল্টোদিকে নির্ভয়ার মাও কাঁদতে থাকেন। তিনি বলেন, আমারও একজন মেয়ে ছিল। তার সঙ্গে যা হয়েছে, তা আমি ভুলি কিভাবে?‌ দীর্ঘ সাত বছর ধরে আমি সুবিচারের জন্য অপেক্ষা করেছি। আজ সকালে আদালত থেকে জানানো হয়, ১৪ দিনের মধ্যে বিকল্প আইনি সাহায্য নিতে পারে দোষীরা। কিন্তু তার মধ্যে কিছু না-হলে ২২ তারিখ ফাঁসি হচ্ছে, এটাই সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত।

মন্তব্য ( ০)





  • company_logo