• আন্তর্জাতিক

ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে ভোটাভুটি আজ

  • আন্তর্জাতিক
  • ০৯ জানুয়ারী, ২০২০ ১০:১৬:১২

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা কমাতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আজ (বৃহস্পতিবার) ভোট অনুষ্ঠিত হবে। ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিনিধি পরিষদের নারী সদস্য এলিসা স্লটকিনের নেতৃত্বে প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছে। এর আগে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার এ ঘোষণা দেন। ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই ন্যান্সি পেলোসি ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর ঘোষণা দেন। ন্যান্সি পেলোসি বলেছেন, যুক্তরাষ্ট্রে জনগণকে নিরাপদ রাখার জন্য আমাদের দায়িত্বের প্রতি সম্মান দেখাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা কমানোর জন্য প্রস্তাব তোলা হবে। পেলোসি আরো বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আমাদের সেনাবাহিনী, কূটনীতিক এবং অন্য বেসামরিক লোকজনকে বিপদের মুখে ফেলেছে।

মন্তব্য ( ০)





  • company_logo