• আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

  • আন্তর্জাতিক
  • ০৩ জানুয়ারী, ২০২০ ১৭:১২:৩৪

অনলাইন ডেস্ক: বাগদাদে মার্কিন রকেট হামলায় ইরানি এলিট বাহিনী কুদসের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের ‘ভয়ঙ্কর বদলা’নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। শুক্রবার সকালে খামেনি টুইটারে এই হুমকি দেয়ার পরই ইরাকে থাকা সকল মার্কিন নাগরিককে দ্রুত সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক ও এ অঞ্চলে তীব্র উত্তেজনার কারণে আমেরিকান নাগরিকদের জানুয়াতিতে ইরাক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। একই সঙ্গে ইরাকে অবস্থানরত সকল মার্কিনীদের সত্ত্বর সে দেশ ত্যাগ করার নির্দেশ দেয়া হচ্ছে।’ ওই বিবৃতিতে মার্কিন নাগরিকদের সম্ভব হলে বিমানের মাধ্যমে ইরাক ছাড়ার কথা বলা হয়েছে। আর এতে ব্যর্থ হলে তাদের স্থলপথে অন্য দেশে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার বাগদাদের মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর বৃহস্পতিবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডার সোলেইমানিকে বহনকারী কনভয় লক্ষ্য করে বিমান হামলা চালায় পেন্টাগন। এ হামলায় সোলেইমানি ছাড়াও ইরাকি মিলিশিয়া বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)’র কমান্ডার আবুদ মাহদি আল মুহান্দিস-ও নিহত হয়েছেন। হামলায় সবমিলিয়ে নিহত হয়েছেন মোট আটজন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগত এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই ইরানি কমান্ডার সোলেইমানিকে হত্যা করা হয়েছে। সূত্র: রয়টার্স

মন্তব্য ( ০)





  • company_logo