• শিক্ষা

নারায়নগঞ্জের ‘শাইরা গার্ডেনে’ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • শিক্ষা
  • ২৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৩:৫৩

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ দিনব্যাপী ‘বাৎসরিক পিকনিক-২০১৯’ সম্পন্ন হয়েছে। নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‘শাইরা গার্ডেন রিসোর্টে’ সম্প্রতি এ বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন উপলক্ষে ইউনিভার্সিটির সকল ব্যাচের শিক্ষার্থীগণ, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিদের প্রাণ চঞ্চল-অংশগ্রহনে শাইরা গার্ডেন রিসোর্ট এক মিলন মেলায় পরিণত হয়। দিনব্যাপী বনভোজনে ক্রিকেট, ফুটবল, চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম, পিইনজ, বোর্ড অব ট্রাস্টিজ-এর এ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার শেখ মোজাফফর হোসেন, বিজনেস ডিপার্টমেন্টের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান, এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির, সিইউবির সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. মো: শাহরুখ আদনান খান, সিএসই ডিপার্টমেন্ট প্রধান শাহ রেজা ফাহাদ হোসেন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস , ইংরেজি বিভাগের প্রধান মিস ফিজা জাফরিন বনভোজনে অংশগ্রহন করেন। ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রধান ওয়ালিদ বিন কাদের-এর তত্ত¡াবধানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ছাত্র-ছাত্রীদের একটি সেচ্ছাসেবক গ্রুপ  পুরো বনভোজনটির সাংগঠনিক কাজ সম্পন্ন করে।

মন্তব্য ( ০)





  • company_logo