• শিক্ষা

নুরকে হাসপাতালে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি

  • শিক্ষা
  • ২৬ ডিসেম্বর, ২০১৯ ১১:২৯:৫৬

সিএনআই ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবনে হামলায় আহত ভিপি নুরুল হক ‍নুরকে হাসপাতালে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি। তবে ডাকসু ভিপি নুরের জন্য কান্না করা ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে ওই ব্যক্তির কান্নার একটি ভিডিও নুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আহত ডাকসু ভিপিকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়লেন এই মানুষটি। অথচ এই মানুষটির সঙ্গে ডাকসু ভিপি কিংবা আমাদের কারোরই কোনো সম্পর্ক নেই এটাই তো সাধারণ মানুষের ভালোবাসা। ভিপি নুর আর ‘ছাত্র অধিকার পরিষদ’ এর জয়টা তো এখানেই...।’ নুরের পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে আছেন আহত ভিপি নুর। আর তার পাশে বসে এক ব্যক্তি কান্না করছেন। এ সময় নুরকে ওই ব্যক্তির গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দেখা যায়। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার বিবরণ দিয়ে নুর ওই ব্যক্তিকে দোয়া করতে বললে তিনি বলেন, ‘আমি আপনার জন্য প্রাণভরে দোয়া করি।’ তিনি আরও জানান, ফেসবুকে হামলার সংবাদ পেয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা মশিউর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এখানে আসছি। গত রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি নুরুল হককে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় ভিপি নুরের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে সোমবার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সমর্থক শতাধিক নেতাকর্মী রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপুরে ডাকসুতে এ হামলা চালায়।

মন্তব্য ( ০)





  • company_logo