• রাজনীতি

ঢাকার ভোটে অংশ নেবে বিএনপি, ইভিএমে আপত্তি

  • রাজনীতি
  • ২৩ ডিসেম্বর, ২০১৯ ২০:০০:৪১

রাজনীতি ডেস্ক: স্থানীয় বেশ কিছু নির্বাচনে অংশ না নিলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ইভিএমে ভোটের ব্যাপারে আপত্তি জানিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ঢাকার দুই সিটি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তফসিল নিয়ে আপত্তি তুলে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে জয়ী করতে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’ ইভিএমে আপত্তি জানিয়ে ফখরুল বলেন, ‘ইভিএমে যথেষ্ট কারচুপির সুযোগ রয়েছে। তাই ইভিএম না ব্যবহারে দাবি জানাচ্ছি।’ মহাসচিব জানান, দুই সিটির নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহীদের মাঝে মনোনয়ন বিক্রি করা হবে বৃহস্পতিবার। মনোনয়ন ফরম দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেয়া যাবে। জমা দিতে হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার। শনিবার দল প্রার্থীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আর স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য ( ০)





  • company_logo