• আন্তর্জাতিক

ককপিটে বসে ছবি তুলে আজীবন নিষিদ্ধ নারী পাইলট

  • আন্তর্জাতিক
  • ০৫ নভেম্বর, ২০১৯ ১৮:৩৭:৩২

অনলাইন ডেস্ক: ককপিটে বসা এক যাত্রীর ছবি ভাইরাল হলে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন চীনের এক পাইলট। বিবিসি জানায়, চীনের এয়ার গুইলিন কোম্পানির একটি ফ্লাইটের যাত্রী ছিলেন ওই নারী। এ বছরের ৪ জানুয়ারি গুইলিন সিটি থেকে ইয়াংঝু সিটিতে অবতরণ করে ফ্লাইটটি। সেই সময় ককপিটে বসে ছবিটি তোলেন তিনি। কিন্তু চলতি সপ্তাহে ছবিটি ভাইরাল হলে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এয়ার গুইলিন। বেশ আয়েশি অবস্থায় ককপিটে বসে থাকতে দেখা যায় ওই নারীকে। এয়ার গুইলিনের অভিযোগ, এই ঘটনায় উড্ডয়নের নিরাপত্তা নীতি ভঙ্গ করেছেন পাইলট। কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি। তবে গুইলিন ইউনিভার্সিটি থেকে ফ্লাইট এটেন্ডের প্রশিক্ষণ নিয়েছেন তিনি, এমনটা জানা গিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo