• চাকরি খবর

অষ্টম শ্রেণি পাশে নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ

  • চাকরি খবর
  • ০৪ নভেম্বর, ২০১৯ ১৮:১৮:২৭

সিএনআই ডেস্ক : পায়রা বন্দর কর্তৃপক্ষ ৫ পদে অস্থায়ীভাবে কাজ নাই মজুরী নাই ভিত্তিতে দক্ষ শ্রমিক নেয়া হবে। পদগুলোতে সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

পদসংখ্যা: ২টি যােগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ২টি যােগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (যান্ত্রিক) পদসংখ্যা: ১টি যােগ্যতা: যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা বা ভােকেশনাল সনদ বা প্রশিক্ষণপ্রাপ্ত। পদের নাম: প্লাম্বার পদসংখ্যা: ১টি যােগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: লিফটম্যান পদসংখ্যা: ১টি যােগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি সাক্ষাতকার: আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বর সকাল ১০ টায় ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ, আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা-১০০০’ ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্র, বয়স ও শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে), অভিজ্ঞতা সনদ (যদি থাকে) প্রভৃতির মূল সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo