• অপরাধ ও দুর্নীতি

সম্রাটকে একনজর দেখতে হাজার মানুষের ভীড়

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ অক্টোবর, ২০১৯ ১৬:৪৭:৪১

নিজস্ব প্রতিবেদক: সদ্য র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে এক নজর দেখার জন্য অপেক্ষায় তার কাকরাইলের অফিসের সামনে ভিড় জমিয়েছেন হাজার হাজার উৎসুক জনতা। তবে তারা কেউই আওয়ামী বা যুবলীগের নেতাকর্মী নয়, সবাই সাধারণ মানুষ। আব্দুল খালেক নামে এক ব্যক্তি  বলেন, তিনি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে এ অভিযানের দৃশ্য দেখার জন্য প্রায় ঘণ্টাখানেক ধরে অপেক্ষা করছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে কালো গ্লাসের গাড়িতে নিয়ে গেছে। এমনকি প্রটোকলের মাধ্যমে কার্যালয়ে প্রবেশের সময়ও তিনি সম্রাটের চেহারাটুকুও দেখতে পারেননি। এজন্য তিনি এখনো অপেক্ষা করে বসে আছেন সম্রাটকে দেখার জন্য। সম্রাটকে আবার ভবন থেকে বের করা হবে। সে সময় যাতে তাকে দেখতে পারেন সেজন্য তিনি এখনো সেখানে দাঁড়িয়ে আছেন, জানান জহিরুল্লাহ। এদিকে দুপুরের পরে একই সময়ে অভিযানকে কেন্দ্র করে সম্রাটের কাকরাইল কার্যালয় ঘিরে রেখেছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ভবনের মূল ভবনে র‌্যাবের স্কোয়াড টিম সিড়ির উপরে অবস্থান নিয়েছে। এ ছাড়া ভবনের কাকরাইল মোড়সহ চতুর্দিকের সড়কও আটকে দেওয়া হয়েছে। এর আগে সম্রাটকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, সম্রাটের সঙ্গে গ্রেপ্তার হওয়া তার সহযোগী আরমানকেও ঢাকায় আনা হয়েছে। ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও শুরু করেছে র‌্যাব। তবে কোন থানার কোন মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মোস্তফা সরোয়ার। উল্লেখ্য ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কয়েকজন গ্রেপ্তার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যেই তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর গতকাল শনিবার রাত থেকে তার গ্রেপ্তার হওয়ার খবর আসলেও রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo