• শিক্ষা

ঢাবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা প্রদান

  • শিক্ষা
  • ০৬ অক্টোবর, ২০১৯ ১৮:২৩:০৩

শিক্ষা ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এই তাঁবুবাস ও দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক এনামুল হক খান এলটি, রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমান। এর আগে গত ৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ.এস.এম মাকসুদ কামাল। এ সময় বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo