• শিক্ষা

ফাহাদ হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি

  • শিক্ষা
  • ০৭ অক্টোবর, ২০১৯ ১৩:২৬:২৩

শিক্ষা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের (২১) হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্ব আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত মিছিলে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও অংশ নেন। সেইসঙ্গে ঢাবি ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। মিছিলপূর্ব এক সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন। এর আগে রোববার দিনগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo