• আন্তর্জাতিক

ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক
  • ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৫:১৪

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইতোমধ্যে এ বিষয়টি নাকি একাধিকবার সবার সামনে তুলেও ধরেছেন তারা। আসন্ন জাতিসংঘ সম্মেলনে ইরানের ইস্যু তুলবেন কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে পম্পেও বলেন, আমি আত্মবিশ্বাসী যে এটা নিয়ে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা হবে। সৌদি আরবও আলোচনা করবে। তিনি আরও বলেন, আমরা ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চাই। এমনকি এ বিষয়টি একাধিকবার ব্যাখ্যাও করেছি আমরা। সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র বলছে, ইরানই এই হামলা চালিয়েছে। যদিও শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে ইরান। এদিকে সৌদি আরব বলছে, হামলার যাবতীয় বিষয় বিশ্লেষণ শেষে বের হয়ে আসা তথ্য বলছে, হুথি বিদ্রোহীরা দায় স্বীকার করলেও এই হামলা ইয়েমেন থেকে হয়নি বরং ইরান থেকে হয়েছে। হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলোও ইরানের তৈরি।

মন্তব্য ( ০)





  • company_logo