• আন্তর্জাতিক

চীন সমস্ত বিশ্ববাসীর জন্য হুমকি, দাবি ট্রাম্পের

  • আন্তর্জাতিক
  • ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৫:৩০

পরাশক্তি চীনকে গোটা বিশ্বের জন্য হুমকি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তিমত্তা বৃদ্ধির দিকটিকে ইঙ্গিত করে অঞ্চলটিকে সমস্ত বিশ্ববাসীর জন্য হুমকির কারণ হিসেবে বিবেচনা করছেন তিনি। আচমকা চীনের এমন সামরিক উত্থানের পেছনে নিজের পূর্বসূরিদের দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'দীর্ঘদিন যাবত চীন আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো নিয়ে গেলেও তারা (পূর্বের মার্কিন প্রেসিডেন্টরা) সেটি প্রতিহতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।' মার্কিন গণমাধ্যম 'নিউ ইয়র্ক টাইমসে'র প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'একদিক থেকে দেখতে গেলে চীন অবশ্যই গোটা বিশ্ববাসীর জন্য অন্যতম হুমকির কারণ। কেননা অন্য যে কোনো দেশের তুলনায় তারা খুব দ্রুতগতিতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে।' সংবাদ সম্মেলনে চীনের সামরিক উত্থানের অন্যতম কারণ হিসেবে নিজের পূর্বসূরিদের সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের ভাষায়, 'আমার আগের প্রেসিডেন্টরা চীনকে বছরে ৫০০ বিলিয়ন ডলার বা তার থেকেও অনেক বেশি অর্থ দেশ থেকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তারা (আগের প্রেসিডেন্টরা) চীনকে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং স্বত্বাধিকার চুরি করেতে দিয়েছেন। যদিও আমি থাকতে তা আর হতে দিচ্ছি না।' এদিন বেইজিংয়ের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের বিষয়েও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে দীর্ঘ আলোচনার পর বাণিজ্যচুক্তিটি না হওয়ার পেছনে চীনকেই দোষারোপ করেছেন তিনি। ট্রাম্প বলেন, 'আমরা চুক্তি স্বাক্ষরের খুব কাছেই পৌঁছে গিয়েছিলাম। এমনকি সকল কঠিন বিষয়ে মতানৈক্যে পৌঁছে গিয়েছিলাম। যদিও শেষ মুহূর্তে তারা জানায়, এমন চুক্তিতে তারা রাজি হতে পারবে না।' তিনি বলেন, 'পরবর্তীতে আমিও বলে দিয়েছি- ঠিক আছে, এখন থেকে তাহলে তোমাদের ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এবং এই হার ভবিষ্যতে কেবল বৃদ্ধিই পাবে।' এর আগে গত বছর প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ হারে শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। যার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও প্রায় ১০ হাজার কোটি ডলার মূল্যমানের মার্কিন পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেয়।

মন্তব্য ( ০)





  • company_logo