• অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে ২১ কেজি গাঁজা ও এক হাজার ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৩:৪৬

রাজধানীতে ২১ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা (উওর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন  সাত রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- মো. আবু রহমত উল্লাহ শাহাদত (১৯) ও মো. সাদ্দাম হোসেন (২১ )। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি চটের বস্তা থেকে ২১ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহজাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, তারা সংঘবদ্ধ পেশাদারী মাদকব্যাবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ব্রাহ্মণবাড়ীয়া ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এনে ঢাকা শহরের  বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। এডিসি শাহজাহান আরও জানান, ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমানের নির্দেশনায় ও সহকারী  পুলিশ কমিশনার মাহবুবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল  থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo