• আন্তর্জাতিক

ভারতে ভারী বর্ষণে ১৩ জন নিহত

  • আন্তর্জাতিক
  • ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৪:২৬

ভারতের পুনে শহরে ভারী বৃষ্টিপাতের কারণে নারী ‍ও শিশুসহ কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরো চারজন। বুধবার রাত থেকে শহরে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। অতিরিক্ত বৃষ্টি সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন পুনে শহরের পুলিশ ও জেলা প্রশাসন। এদের অধিকাংশই মারা গেছেন গত বুধবার। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাতজনই মারা গেছে পুনে শহরের বিভিন্ন এলাকায়। বাকিরা শহর সংলগ্ন গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন মারা গেছেন ভেঙে পড়া ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে। নিহত ১৩ জনের মধ্যে দুইজন নারী এবং দুইজন শিশুও রয়েছে। এই দুর্যোগে এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে চারজন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল। বৃষ্টিতে শহরের অপেক্ষাকৃত নিচু এলাকগুলো যেমন-শঙ্করনগর, পার্বতী, সিনহাগাদ, ডানডেকার ও পদ্মাবতী পানির নিচে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে শহরের সকল স্কুল-কলেজগুলো।

মন্তব্য ( ০)





  • company_logo