• আন্তর্জাতিক

অবশেষে সাংবাদিক খাশোগি হত্যার দায় নিলেন সৌদি যুবরাজ

  • আন্তর্জাতিক
  • ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৩৪:৪১

অবশেষে প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায় প্রকাশ্যে স্বীকার করলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন টিভি চ্যানেল পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, খাশোগি হত্যার দায় তার নিজের, কারণ তার পর্যবেক্ষণ ও নজরদারিতে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এ প্রথম মুখ খুললেন মোহাম্মদ বিন সালমান। পিবিএসের মার্টিন স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘আমি দায়িত্বে থাকার সময় এটি হয়েছিল। তাই এ হত্যাকাণ্ডের সব দায় আমার।’ খাশোগি সৌদি রাজপরিবারের একজন সমালোচক ছিলেন এবং মৃত্যুর আগে বেশ কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। বিয়ের কাগজপত্রের জন্য তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গেলে সেখানে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ হত্যার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তুমুল তোলপাড় হয়। শুরু থেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে রিয়াদের জড়িত থাকার কথা জোরেসোরে শোনা যায়। প্রথমে এই অভিযোগ অস্বীকার করলেও পরে খাশোগিকে হত্যার দায় স্বীকার করে সৌদি সরকার। তারা এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে। তবে এ ঘটনায় হোতা যুবরাজের জড়িত থাকার কথা স্বীকার করেনি। তুরস্কের তদন্তে এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে শুরুতেই নাম উঠে আসে সৌদি যুবরাজের। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ওঠে আসে, এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত। তার নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়। খাসোগি হত্যাকাণ্ডের জন্য গত জুলাই মাসে সৌদি সরকার তথা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও দায়ী করেছিলো জাতিসংঘ-ও। তারা এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের প্রত্যক্ষ ভূমিকা নিয়ে আরো তদন্তের জন্য জোর সুপারিশ করেছে। তখন জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস কায়ামার্ড বলেছিলেন, সৌদি বিচার প্রক্রিয়ার মান গ্রহণযোগ্য নয় এবং তা স্থগিত করা উচিৎ। তিনি আরো বলেন, খাশোগি হত্যায় সৌদি যুবরাজসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে নির্ভরযোগ্য সাক্ষ্য রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সৌদি যুবরাজসহ ‘প্রত্যেক উচ্চপদস্থ কর্মকর্তার’ ভূমিকা নিয়ে নতুন করে তদন্তেরও প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo