• রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩০

  • রাজনীতি
  • ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৩:৫৩

মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বেলা ১২টার দিকের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌমন্ত্রী ও স্থানীয় সাংসদ শাজাহান খান সমর্থিত অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত। সকালে দুই গ্রুপই কলেজে আসে প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালন করতে। এতে এক পর্যায়ে কথা কাটাকটি পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, এ পর্যন্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo