• রাজনীতি

ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে

  • রাজনীতি
  • ৩০ আগস্ট, ২০১৯ ১৫:৪০:২৩

সরকরকে দুর্গন্ধযুক্ত ছুঁচোর সঙ্গে তুলনা করে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মেকি আত্মতৃপ্তিতে ভুগছেন আপনারা। ছুঁচো চেনেন তো? ইঁদুরের একটি প্রজাতি এই ছুঁচোর গায়ে প্রচণ্ড রকম দুর্গন্ধ থাকে। এজন্য এক ছড়াকার দুঃখ করে লিখেছেন- ছুঁচো যদি আতর মাখে তাতে কি আর গন্ধ ঢাকে।’ ‘এই সরকার হচ্ছে ছুঁচোর সরকার। তারা যতই আতর মাখুক তাদের সকল দুষ্কর্ম দুর্গন্ধ ছড়িয়েছে সারা বাংলাদেশে। এই দুর্গন্ধ দূর করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আজকে বড় বেশি প্রয়োজন’ যোগ করেন আলাল। তিনি বলেন, ‘আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুম হয়ে যাওয়া শত শত মায়ের সন্তানদের ফিরিয়ে দেন। তাহলে আন্তর্জাতিক গুম দিবস পালন করার দাবি আমরা আপনাদের কাছে করব না।’ বিএনপির এই যুগ্ম-মহাসচিব আরও বলেন, ‘এই সব কিছুর বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর বেগম খালেদা জিয়া। প্রায় দুই বছর ধরে এমনভাবে তাকে আটকে রাখা হয়েছে, বিচার ব্যবস্থাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ সংগঠনের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরীদ উদ্দিন আহমেদ, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম তৌহিদ এলাহী কবির, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য ( ০)





  • company_logo