• খেলাধুলা

এক ম্যাচেই সর্বোচ্চ ৩৭টি ছক্কার রেকর্ড গড়লেন গেইল-লুইসরা

  • খেলাধুলা
  • ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২৭:০৯

টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন গেইল-লুইসরা। গতকাল মঙ্গলবার ক্রিস গেইলের জ্যমাইকা তালাওয়াস ও ইভান লুইসের সেন্ট কিটস এন্ড নেভিস পেট্রিয়টস এই দুই দল মিলে এদিন ৩৭টি ছক্কা হাঁকান। যা টি-টুয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ। এই ম্যাচে গেইলের তালাওয়াস ২১টি ও লুইসের সেন্ট কিটস ১৬টি ছক্কা হাকান ৷ এর আগে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ওটাগো ও সেন্ট্রাল স্ট্যাগস ৩৪টি ছক্কা হাকিয়েছিল। এটিই ছিল এর আগ পর্যন্ত টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। গতকাল ছক্কা বৃষ্টির এই ম্যাচে গেইলের ৬২ বলে ১১৬ ও চ্যাডউইক ওয়ালটনের ৩৬ বলে ৭৩ রানে ২৪২ রানের বিশাল টার্গেট দেয় জ্যামাইকা তালাওয়াস। কিন্তু তারপরেও শেষ হাসি হাসতে পারেনি গেইলের তালাওয়াস। কারণ ৭ বল বাকি থাকতেই লুইসের ১৮ বলে ৫৩ ও ডেভন থমাসের ৪০ বলে ৭১ রানে এই রান তাড়া করে ফেলে সেন্ট কিটস এন্ড নেভিস।

মন্তব্য ( ০)





  • company_logo