• আন্তর্জাতিক

ফ্লাই বোর্ডে ইংলিশ চ্যানেল পাড়ি!

  • আন্তর্জাতিক
  • ০৫ আগস্ট, ২০১৯ ১১:৩৮:১০

‘পায়ের নিচে ছোট্ট বোর্ড লাগিয়ে মানুষ পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে’-এমন দৃশ্যের বর্ণনা ছিল কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীতে। কিন্তু সেটা যেন এখন বাস্তব হচ্ছে। ফরাসি একজন উদ্ভাবক সেটাই করে দেখিয়েছেন। পিঠে জ্বালানি ভর্তি ব্যাগ নিয়ে ছোট্ট বোর্ডের ওপর দাঁড়িয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দেশ থেকে গেছেন আরেক দেশে। তাঁর নাম ফ্র্যাঙ্কি জাপাটা (৪০)। পাখিও না আবার বিমানও নয় এরকম যে বোর্ডের উপর দাঁড়িয়ে তিনি উড়ে গেছেন সেটির নাম ফ্লাইবোর্ড বা উড়ন্তবোর্ড। বিবিসি।

মন্তব্য ( ০)





  • company_logo