• জাতীয়

শুক্রবারও বৃষ্টিপাত থাকবে!

  • জাতীয়
  • ০৮ আগস্ট, ২০১৯ ২৩:৪৭:৫২

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেই সাথে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়াও বইছে। নিম্নচাপটি স্থলভাগে উঠে আসায় দুর্বল হয়ে গেছে। তবে, এটি লঘুচাপে পরিণত না হওয়া পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমি নিম্নচাপের প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফ ও হাতিয়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য ( ০)





  • company_logo