• আন্তর্জাতিক

ট্রাম্প-মোদির দুই কথা

  • আন্তর্জাতিক
  • ২৩ জুলাই, ২০১৯ ০৯:২৭:১১

ট্রাম্প বলছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে নরেন্দ্র মোদি তার কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু মোদি বলছেন, তিনি এমন কোনো কথা বলেননি! ভারতের বিদেশ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিবৃতিও দিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এখন মার্কিন সফরে আছেন। তার সঙ্গে আছেন সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান ফৈয়জ হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ওভাল অফিসে ইমরানের পাশে বসেই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন। ইমরান প্রথমে বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনা শুরু হওয়া দরকার।’ সে কথার সূত্রেই ট্রাম্প যোগ করেন, ‘দুই সপ্তাহ আগে মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল।’ ‘তিনি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। কারণ বিবাদটা অনেক দিন ধরে চলছে। আমি তাকে জানাই, মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হব।’ এ কথা শুনে ইমরান বলেন, ‘এটা হলে ১০০ কোটি মানুষের শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে।’

মন্তব্য ( ০)





  • company_logo