• বিনোদন

মুহুর্তেই ভাইরাল, এবার মশা নিয়ে গান

  • বিনোদন
  • ৩০ জুলাই, ২০১৯ ১৮:২৯:৫৫

মশা। ছোট্ট একটি কিট। কিন্তু এই প্রাণীর উৎপাতে দুর্বিসহ মানুষের জীবন।যাদের কাছে গেলে মিলবে এর চিকিৎসা, মরছে তারও।এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন চিকিৎসক।আর সাধারণ মানুষ তো মরছেন প্রতিনিয়ত।এডিস মশা নিয়ে সতর্কতা জারি হচ্ছে উপর মহল থেকেও।এবার গানের মাধ্যমেও তা প্রকাশ হচ্ছে। মশা নিয়ে মাত্র এক মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও গান গাওয়া হয়। ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আর সেই গানের ভেতরে রয়েছে কথা, কথার ভেতরে শব্দ, আর শব্দে শব্দে হিউমার। এমন গান তো ভাইরাল হবেই। মশারা শুধু গরিব মানুষকেই কামড়াচ্ছে নাকি কোনো গোপন চুক্তিতে এ কাজ সে করে যাচ্ছে। অন্যদেশে, ভিনদেশে মানুষ মারা যুদ্ধে আর আমাদের দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে মশার কামড়ে। আজব এমন কথার গানটি মূলত গাওয়া হয়েছিল আন অফিসিয়ালি, ঘরোয়াভাবে। কিন্তু ড্রয়িং রুম ছেড়ে সে গান সাধারণ মানুষের কথা হয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে নেটিজেনদের দেয়ালে দেয়ালে। ডেঙ্গু এই মুহূর্তে ঢাকাসহ সারাদেশে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমনই বার্তার গানে মজার ছলে রয়েছে দুঃখবোধ, অসহায়ত্ব। এসবই সুরে সুরে চিত্রিত করেছেন গায়ক মল্লিক ঐশ্বর্য।যা আপনিও শুনে নিতে পারেন।সেই সুবিধার্থে বার্তাবাজর ভিডিওটি শেয়ার করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo