• বিনোদন

৫৩ বছর পর ‘মাসুদ রানা’র রয়্যালটি নিয়ে বিবাদ

  • বিনোদন
  • ৩১ জুলাই, ২০১৯ ১০:৫৬:১৭

মাসুদ রানা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত দুঃসাহসী স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে। অসম্ভব বলে কিছু নেই তার কাছে। রহস্য, কৌতূহল ও রোমাঞ্চকর সব বিজয়ের কীর্তি গড়াই যেন চিরতরুণ এ চরিত্রের প্রধান কাজ। পাঁচ দশকের বেশি সময় ধরে তুমুল পাঠকপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানার গ্রন্থস্বত্ব ও রয়্যালটি নিয়ে এবার দেখা দিয়েছে বিবাদ। এমন সময় এ বিবাদ প্রকাশ্যে এসেছে, যখন কিনা ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে বড় বাজেটের সিনেমা তৈরির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে মাসুদ রানা সিরিজের অনেকগুলো বইয়ের রয়্যালটি আত্মসাতের অভিযোগ করেছেন শেখ আবদুল হাকিম ও ইফতেখার আমিন। তাদের দাবি, মাসুদ রানা সিরিজটির অধিকাংশ বই তাদেরই লেখা। কাজী আনোয়ার হোসেন শুরুর দিকের কয়েকটি বই লিখলেও প্রকৃতপক্ষে বিদেশী কাহিনী অবলম্বনে মাসুদ রানা সিরিজের অধিকাংশ বই লিখেছেন শেখ আবদুল হাকিম এবং পরে আরো কজনের সঙ্গে মিলে লিখেছেন ইফতেখার আমিন। কাজী আনোয়ার হোসেন শুধু সিরিজটির সম্পাদকের ভূমিকা পালন করেছেন। গত মাসের ১১ তারিখ কপিরাইট রেজিস্ট্রারের কাছে পাঠানো অভিযোগপত্রে ইফতেখার আমিন দাবি করেন, ‘হার বেনি’ নামের একটি অনুবাদ গ্রন্থ রচনার মধ্য দিয়ে ১৯৮৯ সাল থেকে তিনি সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হন। সব মিলিয়ে তার লেখা গ্রন্থসংখ্যা ৫৮। প্রতিটি পাণ্ডুলিপি লেখা বাবদ কোনো ধরনের লিখিত শর্ত ছাড়াই তাকে ১০-১২ হাজার টাকা দিতেন আনোয়ার হোসেন।

মন্তব্য ( ০)





  • company_logo