• শিক্ষা

"ডেঙ্গুর প্রভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত"

  • শিক্ষা
  • ১৩ জুলাই, ২০১৯ ১১:৪৪:৫৩

রায়হান হোসেন, ঢাকা কলেজ প্রতিনিধি ডেঙ্গু জ্বর.. আধুনিক বিশ্বের এক ভয়াবহ আতঙ্কের নাম। সারা বিশ্ব জুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোগে আক্রান্ত হয় এবং অনেকে মৃত্যুবরণও করে। বাংলাদেশ ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে আজও এর প্রতিষেধক কোন ঔষধ বা টিকা আবিষ্কৃত হয়নি ঢাকা কলেজের আবাসিক যে কয়টা ছাত্রাবাস রয়েছে তার আশেপাশে ও সামনে এডিস মশার বংশ বৃদ্ধি করার জন্য খুবই উপযুক্ত জায়গা। সরেজমিনে গিয়ে দেখা যায় ছাত্রাবাস গুলোর সামনের ড্রেন গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। এমনকি ছাত্রাবাসের পাশের মাঠে প্রচুর পরিমাণ ঘাস, জঙ্গল ও স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের ছাত্র নাম প্রকাশ না করার শর্তে স্টুডেন্ট জার্নাল কে বলেন, দিনের বেলায় রুমে বসে থাকার কোন উপায় নেই। মশার কামড়ে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে বলে কোন প্রতিকার পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মোঃ সাকিব  বলেন, ক্লাস শেষে মাঠের কাছে পুকুরের পাড়ে বসার মতো কোন অবস্থা নেই । ৫ মিনিট বসলেই মশার কামড়ে সমস্ত শরীর লাল হয়ে যায়। মাঠের ঘাস গুলো খুব বড় হয়ে গেছে এবং বৃষ্টির জন্য মাটি পানি জমে আছে। যার ফলে এডিস মশার বংশবৃদ্ধি খুব তাড়াতাড়ি হচ্ছে। **ডেঙ্গু জ্বর কিভাবে হয়: ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর।এডিস মশা এই রোগের জীবাণু ছড়ায়। আমাদের দেশে জুন-অক্টোবর মাসে এই জ্বরের প্রকোপ দেখা যায়। যে এডিস মশা ডেঙ্গু ভাইরাসের জীবাণু বহন করছে না এমন সাধারণ এডিস মশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোন ব্যক্তিকে কামড়ালে সেই এডিস মশাটিও ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। সেই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত এডিস মশাটি যখন আরেকজন সু্‌স্থ্ মানুষকে কামড় দেয় তখন সেই সু্‌স্থ্ মানুষটিও ডেঙ্গুরোগে আক্রান্ত হয়। সাধারণত যেসব অঞ্চলে গরম বেশি, শহর অঞ্চলের মানুষদের ডেঙ্গু জ্বর রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়। সাধারণত যারা আগেও ডেঙ্গুজ্বর রোগে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুজ্বর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। **ডেঙ্গু জ্বরের লক্ষণ: ১.ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর তীব্র পেটে ব্যথা হয়। ডেঙ্গুজ্বর এর লক্ষণ হিসেবে রোগীর ঘন ঘন বমি হওয়া। ২.ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্ঞান হারানো। ৩.ডেঙ্গু জ্বরের লক্ষণ অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া। ৪.ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া। এতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেঙ্গু জ্বরে করনীয় কাজ বা ডেঙ্গু জ্বরের চিকিৎসা করার আগে প্রথমে নিশ্চিত হতে হবে ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। জ্বরের লক্ষণ দেখে, পাশাপাশি রক্ত পরীক্ষা করে ডাক্তাররা বুঝতে চেষ্টা করেন ডেঙ্গু হয়েছে কিনা। রক্ত পরীক্ষা করলে ডেঙ্গুজ্বর রোগের ধরন ও মাত্রা বুঝা হয়। এক ধরনের জীবাণু দিয়ে ডেঙ্গুজ্বর হয় আর এডিস মশা এই রোগের জীবাণু বহন করে। ** প্রতিকার: দিনের বেলায় এডিস মশা কামড়ায়। তাই দিনের বেলা ঘুমাতে চাইলে মশারী টাঙিয়ে অথবা কয়েল জ্বালিয়ে নিতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারীর মধ্যে রাখতে হবে যাতে পুনরায় রোগীকে কোন মশা কামড়াতে না পারে। নিজ দায়ীত্বে বাড়ির ও ক্যাম্পাসের আশেপাশের ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আবাসিক এলাকা আশেপাশে এমন কোন অব্যবহৃত জিনিস রাখা যাবেনা যাতে পানি জমতে পারে। যেমনঃ ভাঙ্গা ফুলের টব, অব্যবহৃত কৌটা, ভাঙ্গা ফুলদানি, ভাঙ্গা বেসিন, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, মুখ খোলা পানির ট্যাঙ্ক, প্লাস্টিকের প্যাকেট, পলিথিন ইত্যাদি। পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে ডেঙ্গু জ্বরের উপদ্রপ অনেক বেড়েছে। একটু সতর্কতার সাথে থাকলে আর আবাসিক এলাকার চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখলে আর ভালভাবে ডেঙ্গুজ্বরের লক্ষণ ও প্রতিরোধের উপায় জানা থাকলে খুব সহজেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। সাধারণত এডিস মশা দিনের বেলা কামড়ায়। তাই দিনের বেলা ঘুমাতে চাইলে মশারী টাঙিয়ে বা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে। সর্বশেষ এ ব্যাপারে জানতে চাইলে উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জনাব আনোয়ার মাহমুদ স্টুডেন্ট জার্নাল কে বলেন ,আমরা ডেঙ্গু সম্পর্কে অবগত আছি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মীরা আমাদের কলেজে এসে স্প্রে করে যায়। তাছাড়া জলাবদ্ধতা, ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি নিবে।

মন্তব্য ( ০)





  • company_logo