• খেলাধুলা

ইংল্যান্ড ও নিউজিল্যান্ড একাদশে আসেনি কোনো পরিবর্তন

  • খেলাধুলা
  • ১৪ জুলাই, ২০১৯ ১৬:১২:৩২

ইংল্যান্ড শেষবার বিশ্বকাপের ফাইনাল খেলেছিলো ২৭ বছর আগে। অন্যদিকে নিউজিল্যান্ড গতবারই খেলেছে বিশ্বকাপ ফাইনাল; কিন্তু অস্ট্রেলিয়ার কাছে সেবার পাত্তাই পায়নি কিউইরা। ইংল্যান্ড এবারের আগে তিনবার ফাইনাল খেলেও কোনোবারই পায়নি শিরোপার দেখা। এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নামছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড স্কোয়াডের ছয় ক্রিকেটারের এর আগে বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম বিশ্বকাপ খেলবে ইংল্যান্ডের স্কোয়াডের সব সদস্য। বিশ্বকাপ ফাইনালের একাদশে জায়গা পাওয়া সব ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো ব্যাপার। ইংল্যান্ডের সেমিফাইনালের একাদশে আসেনি কোনো পরিবর্তন। উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে তারা। একাদশে পরিবর্তন আনেনি নিউজিল্যান্ডও। সেমিফাইনালে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে তারা। ইংল্যান্ড একাদশ জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড। নিউজিল্যান্ড একাদশ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিয়ানায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

মন্তব্য ( ০)





  • company_logo