• খেলাধুলা

টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

  • খেলাধুলা
  • ০২ জুন, ২০১৯ ১১:০৩:৫৪

যে দাপুটে একটা মৌসুম পার করেছে লিভারপুল তার ফলটা মিললো অবশেষে। মাত্র এক পয়েন্টের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হলেও ঘরে তুলেছে ইউরোপ সেরার মুকুট। ১৪ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে মাতলো ইয়র্গুন ক্লপের শিষ্যরা। শনিবার রাতের ফাইনালে স্বদেশী টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে মোহাম্মদ সালাহ, ফিরমিনহো ও সাদিও মানেরা। ম্যাচের দুই মিনিটের মাথায় পেনাল্টি শট থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পচেত্তেনির শিষ্যরা। শেষ দিকে দিভোক ওরিগির গোলে আরো টটেনহ্যাম। গত আসরে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিভারপুলের। এবার সেই ক্ষতটা ভালোভাবেই সারিয়ে তুললো তারা। এর আগে ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতায় ২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো দলটি।

মন্তব্য ( ০)





  • company_logo