• জাতীয়

সারাদেশে কৃষকের ধান কাটবে ছাত্রলীগ

  • জাতীয়
  • ২২ মে, ২০১৯ ১২:০২:২০

এই বোরো মৌসুমে কৃষকের যা অবস্থা, তাতে এক কথায় বলা যায়- তাদের মাথায় হাত। এর কারণ তারা ধানের মূল্য পাচ্ছেন না, অথচ ফলন হয়েছে বাম্পার। বাজারে ক্রেতা নেই, আবার কিছু ক্রেতা থাকলেও ধানের ধান ৫৫০ থেকে ৬০০ টাকা। এতে কৃষকের উৎপাদিত খরচ তো উঠছেই না, উল্টো প্রতি মণে লোকসান হচ্ছে তিনশ’ টাকার বেশি। ওদিকে দিনমজুরের পারিশ্রমিক চড়া। কোথাও কোথাও ২ মণ ধান দিয়েও মিলছে না কামলা। রাগে-দুঃখে-ক্ষোভে ক্ষেতের পাকা ধানে আগুন দিচ্ছেন কৃষক। টাঙ্গাইলের কালিহাতীতে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। সেখানে আগুন দেয়া ক্ষেতের ধান কৃষকের হয়ে কেটে দিয়েছেন শিক্ষার্থীরা। শুধু কালিহাতীতেই নয়, ধানের ন্যায্যমূল্যের দাবিতে এখন দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। এমতাবস্থায় গরীব কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় এবার মৌসুমের প্রায় শেষ দিকে এসে কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়ার ঘোষণা দিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সারাদেশ জুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় পাশে দাঁড়িয়েছে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সারাদেশ জুড়ে ধান কাটা শ্রমিকের মজুরী তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখী অসহায় মানুষের শেষ ঠিক ঠিকানা কৃষি বান্ধব নেত্রী, মমতাময়ী জননী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। বাংলাদেশ ছাত্রলীগ এর অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) সমূহকে স্ব-স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধানকাটাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।

মন্তব্য ( ০)





  • company_logo