• বিনোদন

ঈদে টিভি চ্যানেলের গুলোতে ও বিশ্বকাপের প্রভাব

  • বিনোদন
  • ২৯ মে, ২০১৯ ১৩:২৮:৪৩

আমাদের দেশের জনপ্রিয় উপস্থাপকরা একেবারেই ঘরে বসে আছেন। কারণ এখন আর টেলিভিশনে তেমন ভালো কোনো অনুষ্ঠান নির্মিত হয় না। এ প্রসঙ্গে একাধিক তারকা উপস্থাপক বলেছেন আমরা অনেক দিন ধরে উপস্থাপনা করে নিজেদের একটি অবস্থান তৈরি করেছি। ফলে আমাদের ওপর দর্শকের প্রত্যাশা অনেক বেশি। এখন যদি যেনতেন অনুষ্ঠান নিয়ে টিভির পর্দায় আসি, তবে দর্শকরাই সমালোচনা করবেন। তাই ভালো কিছুর অপেক্ষায় রয়েছি। কিন্তু গত দুই বছর ঈদেও ভালো কোনো অনুষ্ঠান হয়নি। ফলে বেশ হতাশ হয়ে পড়েছি। এ প্রসঙ্গ ধরেই দেশের কয়েকটি বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমিরুল ইসলাম বলেন, ‘এবার ঈদের পুরো সময়টিতে সারা দেশের মানুষ বিশ^কাপ খেলা দেখবেন। কারণ এটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এ জন্য আমরা এবার ঈদ অনুষ্ঠানমালায় খুব বেশি অনুষ্ঠান রাখিনি। কিছু ভালো নাটক প্রচার হবে। সেই সঙ্গে একটি মাত্র ঈদ আনন্দ আড্ডার অনুষ্ঠান করেছি। এর নাম শুভ পূর্ণিমা আর কনা। এতে অতিথি হয়ে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ, চিত্রনায়িকা পূর্ণিমা আর সংগীতশিল্পী কনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরেক জনপ্রিয় গায়িকা সোমনুর মনির কোনাল। এ ছাড়া প্রতি ঈদের মতো এবারও শাইখ সিরাজের পরিকল্পনা-পরিচালনা ও উপস্থাপনায় কৃষকের ঈদ আনন্দ প্রচার হবে। এবার কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে। সাধারণত বিভিন্ন এলাকায় গিয়ে এই অনুষ্ঠান ধারণ করা হয়। কিন্তু এবার আমরা এফডিসিতে রাজমহলের মতো বড় সেট ফেলে অনুষ্ঠানটি করেছি। এর পেছনের আইডিয়া হলোÑ দরিদ্র, অবহেলিত কৃষকদের এক দিনের জন্য হলেও রাজার মতো জীবনযাপনের স্বাদ দেওয়া। আশা করি, দুটি অনুষ্ঠানই এই অনুষ্ঠানের মন্দা বাজারে ভালো সাড়া ফেলবে।’ বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান মোহাম্মাদ তারেকুল্লাহ আখান্দ বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের জন্য আমাদের বাজেট একেবারেই কমে গেছে। তাই নাটকের বাইরে তেমন কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি। শুধু চাঁদরাতে প্রতিবারের মতো এবারও মমতাজের একক লাইভ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি আসাদ চৌধুরী ও ফেরদৌস বাপ্পী।’ টিভি অনুষ্ঠান না করার পেছনে কি শুধু বাজেট দায়ী? জানতে চাইলে তারেক বলেন, ‘আসলে আমার দায়িত্ব রয়েছে দর্শককে প্রকৃত শিল্প-সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান উপহার দেওয়ার। কিন্তু সমস্যা হলো এখনো আমাদের দর্শক তৈরি হয়নি। এ ক্ষেত্রে দর্শকেরও দায়ভার রয়েছে। তারা এখনো একটি পুরনো বাংলা সিনেমা চালালে অনায়াসে দেখে। কিন্তু একটি ভালো অনুষ্ঠান দেখে না। তাই এ ধরনের অনুষ্ঠানে স্পন্সর পেতেও কষ্ট হয়।’ ইটিভির অনুষ্ঠানপ্রধান ও অভিনেতা জাহিদ হোসেন শোভন অনেকটা আক্ষেপ করে বললেন, ‘আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিটা এখন একটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ ইউটিউব ও সোশ্যাল মিডিয়া সিংহভাগ স্পন্সর নিয়ে নিচ্ছে। এ জন্য অনেক মেধাবী প্রযোজক ভালো ভালো আইডিয়া নিয়ে অনুষ্ঠান করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না অর্থের অভাবে। এ ছাড়া উন্নতমানের একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণে অনেক বেশি টেকনিক্যাল সাপোর্ট লাগে। সেটিও আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। ফলে আস্তে আস্তে টেলিভিশনে ভালোমানের ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণ প্রায় বন্ধ হয়ে গেছে।’ সেদিক থেকে এখনো আশার আলো দেখায় বিটিভির ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবার ঈদেও বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচার হবে। হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো বেশ কিছু চমক রয়েছে ইত্যাদিতে। এর মধ্যে একটি জমজমাট নৃত্যায়োজনে থাকছেন জনপ্রিয় চার চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ও পূজা চেরি। এ ছাড়া ছোট পর্দার চার নন্দিত তারকা শহিদুজ্জামান সেলিম, রুমানা রশিদ ঈশিতা, চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মমকে দেখা যাবে বাদ্যের তালে ছন্দে ছন্দে অভিনয় করতে।

মন্তব্য ( ০)





  • company_logo