• খেলাধুলা

টাইগারদের বিশ্বকাপ জার্সি উম্মোচন

  • খেলাধুলা
  • ২৯ এপ্রিল, ২০১৯ ১১:৪৮:২০

চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। এ উপলক্ষে এবারই প্রথম- বাজারে পাওয়া যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সি। আগেই জেনে ছিলেন আসন্ন বিশ্বকাপ বাংলাদেশের জার্সির মূল্য ও কোথায় পাওয়া যাবে। কিন্তু জানা যায়নি কেমন হচ্ছে বিশ্বকাপে টাইগারদের জার্সি। অবশেষে দ্বাদশ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দু’টি জার্সি উম্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার একটি সবুজ (সবুজ-গাঢ় সবুজ) এবং অন্যটি লাল (অ্যাওয়ে)। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই জার্সি উম্মোচনের পরই অনেক ভক্ত-সমর্থক তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারো বক্তব্য, টাইগারদের অ্যাওয়ে (লাল) জার্সিটি জিম্বাবুয়ের জার্সির সঙ্গে অনেকাংশে মিল। আবার সবুজ জার্সির সঙ্গেও অনেকে আয়ারল্যান্ডের জার্সির মিল খুঁজে পেয়েছেন। যা নিয়ে হাস্যরসেও মেতেছেন তারা। একজন মজারচ্ছলে ফেসবুকে পোস্ট করেছেন, মানবতা আজও বেঁচে আছে। বিশ্বকাপ থেকে বাদ পড়া দুই দল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে মনে করিয়ে দিতে বিসিবির সুন্দর উদ্যোগ। ধন্যবাদ বিসিবিকে। সে আর যাই হোক, এবার বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা চাইলে এই দুটি জার্সি কিনতে পারবেন অতি সহজে। কারণ বিসিবি ভক্তদের দোরগৌড়ায় অর্জিনাল জার্সি পৌঁছে দিতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। দেশের দু’টি শীর্ষ ব্র্যান্ড অঞ্জনস এবং জেন্টলপার্কের প্রায় শতাধিক আউটলেটে আজ (২৯ এপ্রিল) থেকে পাওয়া যাবে বাংলাদেশের জার্সি। এছাড়া অনলাইনের মাধ্যমেও ক্রেতারা জার্সি ক্রয় করতে পারবেন। ক্রিকশপ বিডি এবং জার্সি ফ্রিক বিডি এই দুই অনলাইন প্রতিষ্ঠান বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করবে। এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমেও জার্সি কিনতে পারবেন ক্রেতারা। ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাংলাদেশ দলের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১১৫০ টাকা। মূল জার্সির অ্যাওয়ে জার্সিও পাওয়া যাবে সকল আউটলেটে।

মন্তব্য ( ০)





  • company_logo